রিয়া চক্রবর্তীর ‘নিরুদ্দেশ’ হওয়ার খবরে অবশেষে মুখ খুললেন তার আইনজীবী সতীশ মানশিন্ডে। তিনি বললেন, আত্মগোপন করেননি রিয়া, নিরুদ্দেশও নন তিনি।
রিয়ার ফ্ল্যাটের দেহরক্ষীও দাবি করে আসছেন, রিয়া ‘নিরুদ্দেশ’। এবং এই ঘটনা গত কয়েক দিন ধরেই ঘটছে। বিহার পুলিশ থেকে শুরু করে রিয়ার ফ্ল্যাটের রক্ষীরাও একই দাবি তরে আসছে। তারা জানায়, গভীর রাতে পরিবারের বাকি সদস্যের সঙ্গে এক নীল গাড়িতে বাড়ি ছাড়তে দেখা গিয়েছে রিয়াকে।
এরই সাথে সুর মিলিয়ে পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে বলেন, ‘রিয়া যে কোথায় রয়েছেন তা খুঁজে বের করাই মুশকিল হয়ে উঠেছে। কোনও রকম তথ্য ছাড়াই তিনি লুকিয়ে রয়েছেন। আমাদের টিম তাকে খুঁজে চলেছে।’
পাণ্ডে আরও বলেন, ‘রিয়া যেহেতু মুম্বইয়ের বাসিন্দা তাই তার ব্যক্তিগত সোর্সও রয়েছে, তারাই হয়তো লুকিয়ে থাকতে সাহায্য করছেন রিয়াকে।’
এরই ধারাবাহিকতায় সোমবার রিয়ার আইনজীবী জানান, ‘এই তথ্য ঠিক নয়। মুম্বাই পুলিশ তার বয়ান আগেই রেকর্ড করেছে। এর আগে যখনই তাকে ডাকা হয়েছে তখনই পুলিশকে পূর্ণ সহযোগিতা করেছেন রিয়া।’
মানশিন্ডে আরও বলেন, ‘এখনও পর্যন্ত বিহার পুলিশের তরফ থেকে কোনও রকম নোটিশ বা পরোয়ানা জারি করা হয়নি।’ এই মামলায় বিহার পুলিশের তদন্ত করার কোনও এক্তিয়ার নেই বলেই দাবি করেন সতীশ। যদিও এই মুহূর্তে রিয়া কী মুম্বাইয়ের বাড়িতেই রয়েছেন না তার বর্তমান ঠিকানা অন্য, তা নিয়ে কিছু জানাননি ওই আইনজীবী। -আনন্দবাজার
Leave a reply