পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে চীনের সাইনোভ্যাক কোম্পানীর ভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের আবেদন বিবেচনা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরইমধ্যে চীনা প্রতিষ্ঠানটি আইসিডিডিআরবি’র মাধ্যমে আবেদন করেছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর আইইডিসিআর ও আইসিডিডিআরবি’র সাথে ভ্যাকসিন নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
তিনি বলেন, সাইনোভ্যাক চীনের ব্যক্তি মালিকানাধীন কোম্পানী, সরকারি কোনো প্রতিষ্ঠান নয়। এর আগে সাইনোভ্যাকের ভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের ইথিক্যাল অনুমোদন দিয়েছিলো বিএমআরসি। তবে, চূড়ান্ত অনুমোদন লাগবে মন্ত্রণালয় থেকে।
সচিব জানান, শুধু সাইনোভ্যাক নয় অক্সফোর্ডসহ যে ভ্যাকসিন আগে আসবে তা যেন বাংলাদেশ পায় সে চেষ্টা করছে সরকার।
Leave a reply