নিয়ম রক্ষার শেষ ম্যাচে ইংল্যান্ডের বিশাল স্কোর তাড়া করে ৭ উইকেটের জয় পেয়ে চমক দিয়েছে আইরিশরা। ইংল্যান্ডের দেয়া ৩২৯ রানের টার্গেট এক বল হাতে রেখে ছুঁয়ে ফেলে আয়ারল্যান্ড।
সাউদাম্পটনের রোসবোল স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ১২ রানে দুই ওপেনার জেসন রয় ও বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড। তবে চার নম্বরে নামা অধিনায়ক মরগান দলের হাল ধরেন। ৭৮ বলে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন মরগান। অধিনায়কের ১০৬, টম ব্যানটনের ৫৮, ডেভিড উইলির ৫১ রানের ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার পল স্টারলিং উড়ন্ত সূচনা এনে দেয় আয়ারল্যান্ডকে। স্টারলিংয়ের সাথে তিন নম্বরে নামা বেলবেরনিও ইংলিশ বোলারদের উপর চড়াও হন। দুজনের সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড। যদিও প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে আগেই নিজেদের করে নিয়েছিলো ইংলিশরা।
Leave a reply