ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ভৈরবে ২ জন নৌ-ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে তাদের বাড়ি থেকে নৌ-পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো আশুগঞ্জের চারতলা গ্রামের আ. জলিলের ছেলে রাসেল মিয়া (৩৮) ও ভৈরবের ছাগাইয়া গ্রামের নুরু মিয়ার ছেলে দেলু মিয়া (৪০)।
গত শনিবার ঈদের দিন গরু ব্যবসায়ীরা অবিক্রীত ৫টি গরু ও ২ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে ভৈরব থেকে হাওরের অষ্টগ্রাম এলাকায় নদী দিয়ে যাওয়ার পথে ডাকাতদল গরুসহ টাকা লুট করে নিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা হলে নৌ-পুলিশ ঘটনাটি তদন্ত করে তাদের নাম জানতে পারে। পরদিন পুলিশ ৫টি গরু উদ্ধার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুজন ডাকাতকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।
ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক রাসেল আহমেদ জানায়, গ্রেফতারকৃতরা নৌ-ডাকাত। ঈদের দিন গরু ব্যবসায়ীদের ৫টি গরু ও প্রায় আড়াই লাখ টাকা ডাকাতি করে। এ ঘটনায় মামলা হয়েছে।
ইউএইস/
Leave a reply