জনগণকে গাঁজা চাষের অনুমতি দিল থাইল্যান্ড

|

এবার দেশের সাধারণ মানুষরাও গাঁজা চাষ করতে পারবেন। এমন নতুন নিয়ম চালু করল থাইল্যান্ড। বিভিন্ন দেশে গাঁজা চাষ অবৈধ হলেও সাধারণ মানুষের জন্য গাঁজা চাষের অনুমতি দিল থাইল্যান্ড। গত মঙ্গলবার মন্ত্রীসভায় এই চাষ করার বিষয়টি অনুমোদন দেয়া হয়। খবর দি জাকার্তা পোস্ট।

চিকিৎসা এবং ওষুধে ব্যবহারের জন্য থাইল্যান্ড ২০১৭ সালেই গাঁজা চাষের ছাড়পত্র দিয়েছিল। তবে তা চাষ করতে পারত শুধু সরকারী কোন প্রতিষ্ঠান। অন্য কেউ এই পাতা চাষ করতে পারত না। এবার নতুন আইনের কারণে গাঁজা পাতা চাষ করতে পারবে সাধারণ মানুষও।

তবে শর্ত হচ্ছে চাষ ও বিক্রি দুটোই করা যাবে কিন্তু তা শুধুমাত্র মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য। এছাড়া যদি এই পাতা কেউ অন্য ব্যবহার বা নেশা করার জন্য উৎপাদন বা বিক্রি করেন সে ক্ষেত্রে জেল এবং জরিমানা দুইই হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply