করোনাভাইরাসের নতুন সংক্রমণের রেকর্ড হলো ভারতে। একদিনে দেশটিতে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ হাজার মানুষের। প্রতিবেশী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।
২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ৯শ’ জনের। করোনায় দেশটিতে প্রাণহানি দাঁড়িয়েছে ৪১ হাজার ৬শ’র ওপর।
টানা এক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা ৫০ হাজারের ওপর। মাত্র ৯ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫ লাখ।
সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজারের কাছাকাছি। মৃতের সংখ্যা ১৮ হাজার ছুঁইছুঁই। পরের অবস্থানেই তামিলনাড়ু। ২ লাখ ৭৯ হাজারের বেশি সংক্রমণ আর সাড়ে ৪ হাজারের বেশি প্রাণহানি হয়েছে রাজ্যটিতে। অন্ধ্রপ্রদেশে সংক্রমণ ১ লাখ ৯৭ হাজারের কাছাকাছি।
এদিকে গত কয়েক দিনে স্বরাষ্ট্রমন্ত্রী, কর্ণাটক ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব আক্রান্ত হয়েছেন করোনায়।
Leave a reply