পাকিস্তানে ক্রিকেট মাঠে সন্ত্রাসীদের এলোপাথারি গুলি

|

পাকিস্তানের ওরাকজাই জেলায় স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালীন গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে এ ঘটনা ঘটে। খবর দি নিউজ.কম।

জানা যায়, স্থানীয় এক মাঠে আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। খেলা দেখতে রাজনৈতিক নেতা, সংবাদকর্মীসহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলা শুরুর কিছুক্ষণ পরই কাছের একটি পাহাড় থেকে মাঠের দিকে এলোপাথারি গুলি চালায় সন্ত্রাসীরা। এসময় দর্শকরা দৌড়াদৌড়ি করে ছুটে পালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে আয়োজকরা ম্যাচটি বাতিল করে দেয়।

ওরাকজাই জেলার পুলিশ অফিসার নিসার আহমেদ খান বলেন, আগে থেকেই এ অঞ্চলে সন্ত্রাসীদের অবস্থানের কিছু খবর আমাদের হাতে আসছিলো। এবার তাদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ৩রা মার্চ লাহোরে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হয়। এরপর দীর্ঘদিন পাকিস্তানে কোন ক্রিকেট দল খেলতে যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply