দেশের সেবা করতে অঢেল টাকা বা ক্ষমতা লাগে না। এমনটাই প্রমাণ করলেন ভারতের মুম্বাই শহরের এক নারী। তিনি রাস্তায় একটি খোলা ম্যানহোল দেখতে পেয়ে টানা পাঁচ ঘণ্টা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সবাইকে সর্তক করেছেন। যাতে কেউ দুর্ঘটনায় না পড়ে। এসময় তিনি রাস্তায় চলাচলরত গাড়ি, সাইকেল, বাইক, পথচারীদের সতর্ক করেন। তার সতর্কবার্তা লক্ষ্য করে গাড়ি, বাইক ম্যানহোল থেকে দূরত্ব বজায় রেখে যাতায়াত করছিল। এ ঘটনা দেখা যায় পশ্চিম মুম্বাইয়ের মাতুঙ্গার তুলসী পাইপ রোডে। খবর জি নিউজ।
জানা যায়, বৃষ্টির কারণে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায়। এমন অবস্থায় তুলসী পাইপ রোডও ডুবে যায়। এসময় ম্যানহোল খুলে দেয়া দ্রুত পানি চলে যাওয়ার জন্য। কিন্তু তাতে আরও বিপৎ ডেকে আনে কারণ পানিতে ডুবে থাকায় অনেক গাড়ি দুর্ঘটনায় পড়ছিল। এরপরই এই নারী টানা পাঁচ ঘণ্টা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সেই খোলা ম্যানহোল পাহারা দিয়েছেন এবং সবাই সতর্ক করেছেন।
Leave a reply