ভারতের রাজস্থানের সিকার জেলায় ‘জয় শ্রী রাম’ ও ‘মোদী জিন্দাবাদ’ না বলায় গফফর আহমেদ কাছওয়া নামের ৫২ বছর বয়সী এক অটোচালককে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস’র।
এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ।
পুলিশ জানায়, গফ্ফর আহমেদ কাছওয়া নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা মারধরের পাশাপাশি তার থেকে নগদ ৭০০ টাকা ও হাতঘড়ি ছিনতাই করেছে।
অভিযোগপত্রে গফ্ফর জানান, আমাকে এক ব্যক্তি ‘মোদী জিন্দাবাদ’ স্লোগান দিতে বললে আমি তা দিতে অস্বীকার করি তারপর সে আমাকে জোড়ে চড় মারে। তারপর আমি তাদের হাত থেকে বাচতে আমার গাড়ি নিয়ে সিকারের দিকে পালানোর সময় তারা আমার গাড়ি অনুসরণ করে জগমালপুরার কাছে আমায় আটকায়। এসময় তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে ‘মোদী জিন্দাবাদ’ ও ‘জয় শ্রী রাম’
বলতে বলেই বেধড়ক মারধর করে। তারপর তারা আমাকে পাকিস্তানে চলে যেতেও হুমকি দেয়।
সিকার সদর থানার স্টেশন হাউস অফিসার পুষ্পেন্দ্র সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে আমরা শম্ভুদয়াল জাট(৩৫) ও ধৃত রাজেন্দ্র জাট (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই দুই ব্যক্তি মদ্যপান করে তারপর গফফরকে মারধর করেছে।
Leave a reply