বৈরুত বন্দরে বিস্ফোরণের জেরে লেবাননে দ্বিতীয় দিনের মতো চলছে সরকারবিরোধী বিক্ষোভ। অব্যাহত আছে বিক্ষুব্ধ জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত-সহিংসতা। রোববার পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার অভিযোগে এদিন পদত্যাগ করেছেন দেশটির তথ্য এবং পরিবেশ বিষয়ক দুই মন্ত্রী। ভয়াবহ ওই বিস্ফোরণের পর রাজধানী পুনর্গঠনে লেবানিজ সরকারকে ৩০ কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১৫টি দেশ। তবে, শাসনব্যবস্থা সংস্কারের আগে দেশটিকে নতুন করে কোনো ঋণ দেয়া হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
দেড়শ’র বেশি প্রাণহানি আর ছয় হাজারের বেশি আহত ছাড়াও, ২৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে গৃহহীন হয়েছে তিন লাখের বেশি মানুষ।
Leave a reply