রাতে মাঠে গড়াবে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল

|

আজ রাত ১টায় মাঠে গড়াবে ইউরোপা লিগের দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে এফসি কোপেনহেগেনের, আর ইন্টার মিলানের প্রতিপক্ষ বেয়ার লেভারকুজেন।

করোনা মহামারির কারণে এবার সিঙ্গেল লেগের কোয়ার্টার ফাইনাল। নিজেদের দিনে অঘটন ঘটাতে পারে যে কোন দল। তাইতো ডেনিশ ক্লাব কোপেন হেগেনকে হালকা ভাবে নিতে চান না ম্যানইউ কোচ। এই ম্যাচে সেরা দল নিয়ে মাঠে নামবে রেড ডেভিলরা। একাদশে ফিরছেন ব্রুনো ফার্নান্দেস, পল পগবা, রাশফোর্ডের মত তারকারা। দুই দলের সবশেষ দেখায় ২০০৬ সালে ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছিলো কোপেনহেগেন।

আরেক সেমিতে দুই সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলান-লেভারকুজেনের লড়াইটা হবে জামাট। উয়েফার টুর্নামেন্টে সবশেষ ২০০৩ সালে দুই ম্যাচের লড়াইয়ের দুটিতে জয়ী হয়েছিলো ইন্টার। লুকাকু, মার্টিনেজদের ফর্ম, জর্মানির ডুসেলডর্ফের এই লড়াইয়ে কিছুটা এগিয়ে রাখছে ইতালি ক্লাবটিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply