Site icon Jamuna Television

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সমন জারি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সমন জারি করলেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। সাবেক শীর্ষ সৌদি গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি দায়ের করা মামলার জেরেই এ সমন।

জাবরির অভিযোগ, আলোচিত খাশোগি হত্যাকাণ্ডের পরপরই তার ওপরও চলে হত্যাচেষ্টা। বর্তমানে কানাডার নাগরিক জাবরি।

মামলার নথিতে উল্লেখ করা হয়, তাকে হত্যার লক্ষ্যে পেশাদার খুনীদের একটি দলকে কানাডায় পাঠানো হয়। বৃহস্পতিবার, মামলাটি দায়েরের পরই কানাডায় জাবরির নিরাপত্তা জোরদার করা হয়। তার বক্তব্য, যুবরাজের গোপন কর্মকাণ্ড সম্পর্কে তিনি ওয়াকিবহাল।

এছাড়া, মার্কিন গোয়েন্দাদের সাথে ঘনিষ্ঠতার কারণেও তাকে হুমকি ভাবছে সৌদি রাজপরিবার।

Exit mobile version