Site icon Jamuna Television

এবার আইনপ্রণেতাসহ ১১ মার্কিন নাগরিকের ওপর চীনের নিষেধাজ্ঞা

হংকং ইস্যুতে পাঁচ রিপাবলিকান সিনেটরসহ ১১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে চীন। সোমবার এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, চীন ও হংকংয়ের ১১ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাবেই এলো সিদ্ধান্তটি। হংকংয়ের রাজনৈতিক অধিকারের ওপর হস্তক্ষেপ করছে চীন- এ অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।

চীনের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জনপ্রিয় সিনেটর মার্কো রুবিও, টেড ক্রুজ, টম কটন, জশ হাউলি ও প্যাট টমি। এছাড়া, হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথও রয়েছেন এ তালিকায়।

গেলো কয়েক বছরে বাণিজ্য নিয়ে দুই পরাশক্তির মধ্যে বাগযুদ্ধ চললেও চলতি বছর, করোনাভাইরাসের তথ্য গোপন, মুসলিম সংখ্যালঘু উইঘুরদের ওপর নির্যাতন এবং হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের ঘটনায় চীনের ওপর ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র।

Exit mobile version