Site icon Jamuna Television

পানামায় বন্যার পানিতে একই পরিবারের ১১ জনের মৃত্যু

পানামার সান্তিয়াগোতে বন্যার পানিতে ডুবে একই পরিবারের ১১ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার উদ্ধার করা হয় তাদের মরদেহ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বেজুকো নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয় বন্যার। দুর্ঘটনার সময় পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। নিহতদের ৯ জনই শিশু; যাদের বয়স ৪ থেকে ১২ বছরের মধ্যে।

এছাড়া, প্রাণ হারিয়েছেন পরিবারের দুই নারী সদস্য। যাদের একজন ছিলেন অন্ত:সত্ত্বা। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো। পাশাপাশি, পরিবারটিকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন।

Exit mobile version