আজ তারেক-মিশুকের নবম মৃত্যুবার্ষিকী

|

তারেক মাসুদ, মিশুক মুনীরসহ আরও তিন চলচ্চিত্রকর্মীর মৃত্যুর নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ সিনেমার লোকেশন দেখতে মানিকগঞ্জে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা।

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ১৯৯৫ সালে একটি ভ্রাম্যমাণ গানের দলকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ তাকে আলোচনায় নিয়ে আসে। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে।

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মিশুক মুনীর বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। তারেক মাসুদের ছবি ‘রানওয়ে’র প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন মিশুক মুনীর। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাদের একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করে সরকার।

এই সড়ক দুর্ঘটনার মামলায় ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের ড্রাইভার জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। সম্প্রতি সেই বাসচালক হৃদ‌রোগে মারা গেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply