মোংলা বন্দর থেকে ৩০ কোটি টাকার মূল্যের নিষিদ্ধ পণ্য জব্দ

|

বাগেরহাট প্রতিনিধি:

টেনিস বল আমদানির ঘোষণা দিয়ে নিষিদ্ধ পণ্য আনায় মোংলা বন্দরের জেঠি থেকে চার কন্টেইনার নিষিদ্ধ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সন্দেহবশত আগে থেকে সিলগালা করা ওই চারটি কন্টেইনার বৃহস্পতিবার দুপুরে খালাস শুরু করে আমদানিকারকের নিয়োজিত ঠিকাদারের শ্রমিকরা। এসময় একটি কন্টেইনারেও ঘোষণা অনুযায়ী কোন পণ্য পাওয়া যায়নি।

প্রত্যেক কন্টেইনারে সাদা বস্তায় ভরা নিষিদ্ধ মাদক জাতীয় পণ্য পাওয়া যায় বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। তারা বলছে, চারটি কন্টেইনারে আসা পণ্য আনুমানিক ওজন ৮০ মেট্রিক টন।

মোংলা বন্দর সিএন্ড এফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলছেন, অবৈধ ওইসব পণ্য আমদানি করে কিছু দুষ্কৃতিকারী মোংলা বন্দরকে ধ্বংসের পায়তারা করছে। তাই বন্দর রক্ষায় নিষিদ্ধ পণ্য আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

মোংলা কাস্টমস হাইজের যুগ্ন কমিশনার শামছুল আরেফিন খান জানান, অবৈধ পণ্য আমদানির সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে কাস্টমস কর্তৃক আটককৃত নিষিদ্ধ পণ্যের মুল্য আনুমানিক ৩০ কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply