হরমুজ প্রণালিতে লাইবেরিয়ান জাহাজ আটক ইরানের

|

লাইবেরিয়ান জাহাজে ইরানি বাহিনীর অভিযান। ভিডিও থেকে ছবি সংগৃহীত।

ওয়াশিংটন-তেহরান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির কাছে লাইবেরিয়ান একটি তেলের ট্যাংকার আটক করেছে ইরান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবি করেছে। খবর এনবিসি নিউজের।

খবরে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একটি বিশেষ বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে এমভি উইলা নামে জাহাজে ওঠে। ওই জাহাজের সর্বশেষ উপস্থিতি ছিল আরব আমিরাতের পশ্চিম উপকূলের খরফাক্কান শহরের কাছে।

এনবিসি নিউজ জানায়, মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন। তবে সেই বিষয়টি এখনও জনসমক্ষে প্রকাশিত হয়নি। বুধবার ইরান নৌবাহিনী জাহাজটি ছেড়ে দেওয়ার আগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটক রেখেছিল। উইলা জাহাজটি দখলের সময়, আগে ও পরে কোনো বিপদের সংকেত দেয়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তবে মার্কিন সামরিক বাহিনী জাহাজটি আটকের কোনো কারণ প্রকাশ করেনি। ইরানি সংবাদমাধ্যম ও দেশটির কর্তৃপক্ষ এটি আটকের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বা আটকের বিষয়টি স্বীকার করেনি।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply