দেশের ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

|

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের

দেশের ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এরমধ্যে সিলেটে অটোরিকশা-বাসের সংঘর্ষে ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছে। রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে মামুন পরিবহনের একটি কোচ রওনা দেয়। ওসমানীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান সিএনজি চালকসহ ২ জন। আহত ৬ জনকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে মারা যান আরও ৩ জন।
ওই বাসের চালক পলাতক রয়েছে।

কুড়িগ্রামে বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন মারা গেছেন। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানায়, নরসিংদী থেকে পরিবার নিয়ে প্রাইভেটকারে ফিরছিলেন আকবর হোসেন। আরডিআরএস বাজারে পৌঁছালে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হয় প্রাইভেটকারের চালক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর হোসেন, তার স্ত্রী বিলকিছ বেগম ও ছেলে বেলাল হোসেন।

এছাড়া পাবনা ও গোপালগঞ্জে প্রাণ গেছে ৪ জনের।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply