মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্প। কমলার নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নিয়েও বিতর্ক উসকে দেন তিনি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ সংশয়ের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের ভালোভাবে যাচাইয়ের পরামর্শও দেন।
মূলত কমলা হ্যারিসকে নিয়ে প্রশ্নটা তুলেছেন আইনের অধ্যাপক জন ইস্টম্যান। তার যুক্তি, জ্যামাইকান বাবা ও ভারতীয় মায়ের সন্তান কমলার জন্মের আগে মার্কিন নাগরিকত্ব পাননি তার বাবা-মা। তবে এ যুক্তিকে উড়িয়ে দিয়েছেন, বেশিরভাগ বিশেষজ্ঞ। দাবি, জন্মসূত্রে মার্কিন নাগরিক হ্যারিস। ১৯৬৪ সালে ক্যালিফোর্নিয়ায় তার জন্ম।
এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাই পূরণ করতে পারছেন না কমলা। যে আইনজীবী একথা লিখেছেন, তিনি যথেষ্ট শিক্ষিত ও প্রতিভাবান। আমি জানিনা, এটা ঠিক কি না। তবে ডেমোক্র্যাটরা নিশ্চয়ই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের আগে ভালোভাবে খোঁজখবর নেবে।
Leave a reply