রাশিয়ার ভ্যাকসিন নেবে না যুক্তরাষ্ট্র: প্রস্তাব নাকচ

|

রাশিয়ার তৈরি ভ্যাকসিন ছুঁয়েও দেখবেন না বলে আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদ সংস্থা সিএনএন সেটাই আবার সামনে নিয়ে এলো।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, রুশ প্রশাসন করোনায় আক্রান্ত আমেরিকানদের দিকে ‘যুগান্তকারী সহযোগিতার’ হাত বাড়িয়ে দিয়েছিলো। কিন্তু বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে ওয়াশিংটন সেই সাহায্য ফিরিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রই ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উল্লেখযোগ্য সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় রাশিয়ার ‘স্পুটনিক ভি’-কে রাখেনি। তারা জানাচ্ছে, রুশ ভ্যাকসিনটি সম্পর্কে যথেষ্ট তথ্য তাদের হাতে নেই।

রুশ প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার ওই মার্কিন সংবাদ সংস্থাকে বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে রাশিয়ার প্রতি সব সময়ই একটা অবিশ্বাস কাজ করে। এই অবিশ্বাস থেকেই আমাদের তৈরি ভ্যাকসিন, পরীক্ষা পদ্ধতি, চিকিৎসা- কিছুই গ্রহণ করবে না আমেরিকা।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনানি জানান, রাশিয়ার নতুন ভ্যাকসিন নিয়ে প্রেসিডেন্টকে ব্রিফ করা হয়েছে। কিন্তু আমেরিকার যে সম্ভাব্য ভ্যাকসিন, তা আরও উচ্চমানের এবং সেটি তৈরিতে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের পরীক্ষা জোর গতিতে চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply