নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগর চ্যানেলে ডুবে যাওয়া কার্গো জাহাজ বানু আক্তার-১’র মাস্টার-ক্রুসহ ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে হাতিয়ার ভাসান চর এলাকার বঙ্গোপসাগর থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আজ দুপুরের দিকে বঙ্গোপসাগরে লাইফ জ্যাকেট পরিহিত মাস্টার-ক্রুসহ ১৪ জনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার করে। তারা সবাই গতকাল বঙ্গোপসাগরের মোহনায় ডুবে যাওয়া মালবাহী কার্গো জাহাজ বানু আক্তার-১’র মাস্টার ও ক্রু। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় জেলেরা হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের সূর্য মুখি বাজারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার (১৫ আগস্ট) সকালের দিকে ১৮০০ শত মেট্রিক টন গম নিয়ে মালবাহী জাহাজ আক্তার বানু-১ চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। গম নিয়ে আসার পথে মেঘনা-বঙ্গোপসাগরের মোহনায় প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে জাহাজটির তলদেশ ফেটে ঠেঙার চর এলাকায় ১৮০০ শত টন গম নিয়ে এ জাহাজ ডুবির এ ঘটনা ঘটে।
ইউএইস/
Leave a reply