মক্কা ও মদিনার দুই মসজিদের গুরুত্বপূর্ণ পদে ১০ নারী নিয়োগ

|

সৌদি আরবে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে ১০ নারীকে নিয়োগ দেয়া হয়েছে। খবর আল আরাবিয়া।

পবিত্র দুই মসজিদ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নারীরা প্রশাসনিক থেকে কারিগরী বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, উচ্চ যোগ্যতা সম্পন্ন সক্ষম নারীদের ক্ষমতায়িত করাই এ পদক্ষেপের লক্ষ্য।

সৌদি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এর আগে ২০১৮ সালে এই দুই পবিত্র মসজিদে নেতৃত্ব পর্যায়ে ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।

যুবরাজ সালমান তার ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে নারীর কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করছেন। এর লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র আনা।

এর আগেও তিনি নারীর গাড়ি চালানোর অনুমতিসহ বেশ কিছু উদারনৈতিক উদ্যোগ নিয়েছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply