ইতালিতে রাতের বেলা মাস্ক পরা বাধ্যতামূলক করে ঘোষণা দেয়া হয়েছে। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত সামাজিক দূরত্ব তদারকি করা কঠিন। তাই এই সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, তবে তা শুধু গণজমায়েতের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া নাইট ক্লাব ও অন্যান্য বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। খবর বিবিসি বাংলা।
ইতালির সরকার বলছে, যেসব জায়গা বন্ধ করার কথা বলা হচ্ছে সেখানে অর্থনৈতিক সাহায্য দেয়া হবে।
গোটা দেশে প্রায় ৫ শত নতুন রোগী পাওয়া গেছে এবং চারজন নতুন করে মারা যাওয়ার পর একটি জরুরি মন্ত্রীসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a reply