করোনাভাইরাস ভ্যাকসিন ‘AD5-nCOV’ উৎপাদনের অনুমোদন দিলো চীন। সোমবার, দেশটির জাতীয় মেধাসম্পদ বিষয়ক প্রশাসন জানায় এ তথ্য।
জানানো হয়, চীনের বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি- ক্যানসিনো এবং সেনা নিয়ন্ত্রিত সংক্রামক রোগ বিশেষজ্ঞ দলের সহায়তায় উদ্ভাবিত হয়েছে টিকাটি। এখন পর্যন্ত, প্রতিষেধকটি দু’ধাপে ৩২০ স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয়েছে। যাদের বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। এ পরীক্ষায়, ভ্যাকসিনটি নিরাপদ প্রমাণিত হয়েছে। করোনা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতেও এটি সক্ষম। নিরাপদ নিশ্চিতে চালানো হবে আরও ট্রায়াল।
মাত্র একদিন আগেই, নিজস্ব উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরুর ঘোষণা দেয় রাশিয়া।
Leave a reply