Site icon Jamuna Television

বেলারুশে সাধারণ ধর্মঘটের ডাক বিক্ষোভকারীদের

বেলারুশে সাধারণ ধর্মঘটের ডাক বিক্ষোভকারীদের

সরকারের পদত্যাগের দাবিতে বেলারুশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানী মিনস্কে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ থেকে এ ধর্মঘট ডাকা হয়।

এর আগে শুধু সরকার নিয়ন্ত্রিত কারখানায় ধর্মঘট পালন করছিলেন শ্রমিকরা। এবার দেশজুড়ে এ কর্মসূচির ঘোষণা দেয়া হলো।

এদিকে শ্রমিকদের কাজে ফেরাতে বিভিন্ন রাষ্ট্রীয় কারখানা পরিদর্শন করেন বিতর্কিত প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। চেষ্টা করেন শ্রমিকদের সমর্থন আদায়ের। এদিকে বিক্ষোভে যোগ দিয়েছেন বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনের অনেক কর্মী।

গেল ৯ আগস্ট দেশটিতে হয় প্রেসিডেন্ট নির্বাচন। যেখানে ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন লুকাশেঙ্কো। এরপর কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা।

Exit mobile version