মার্টিনেজ-লুকাকুর জোড়া গোলে সেমিফাইনালে শাখতার দোনেৎস্ক’কে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মিলান। এই জয়ে ১০ বছর পর ইউরোপীয় কোন আসরের ফাইনালের অপেক্ষা ফুরোলো ইতালিয়ান ক্লাবটির।
জার্মানির ডুসেলডর্ফে ম্যাচের শুরু থেকে ইউক্রেনের ক্লাব শাখতারকে চাপে রাখে ইন্টার। ১৯ মিনিটে বারেল্লার অ্যাসিস্ট থেকে মার্টিনেজের গোলে লিড পায় ইন্টার। বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেরাজ্জুরিরা।
দ্বিতীয়ার্ধের খেলায় লিড দ্বিগুন করেন দামব্রোজিও। ৭৪ মিনিটে রোমেলু লুকাকুর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন মার্টিনেজ। এর ৪ মিনিট পর মার্টিনেজের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম লেখান রোমেলু লুকাকু। আগেই ইউরোপীয় লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের কৃর্তি গড়া লুকাকু শাখতারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ৮৪ মিনিটে। ৫-০ গোলের জয় পাওয়া অ্যান্টোনিও কন্টে শিষ্যরা ফাইনালে লড়বে সেভিয়ার বিপক্ষে।
Leave a reply