গ্রেফতারের ১২ দিন পর রিমান্ডে নেয়া হলো সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান ৩ আসামি, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলালকে। সকাল সাড়ে ১১ টার দিকে তাদের হেফাজতে নেয় র্যাব।
হাসপাতালে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নেয়া হবে র্যাব ১৫ কার্যালয়ে। সিনহা হত্যা মামলায় গত ৬ আগস্ট এই ৩ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলার অন্য ৭ আসামিকে এরইমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আনা কক্সবাজার এপিবিএনের ৩ সদস্য এসআই শাহজাহান, কনস্টেবল আব্দুল্লাহ ও রাজীবকে আজ গ্রেফতার দেখিয়েছে তদন্তকারী সংস্থা র্যাব।
এদিকে, সিনহা রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার বি এম মাসুদ, টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার, ইন্সপেক্টর লিয়াকত আলী, অভিনেতা ইলিয়াস কোবরা’সহ মোট আটজনের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
Leave a reply