করোনার ভ্যাকসিন ট্রায়াল, রোহিঙ্গা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ঢাকায় শ্রিংলা

|

করোনা পরিস্থিতি সামাল দিতে অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল, রোহিঙ্গা ইস্যু ও দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতেই ঢাকা সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব। সফরে তিনি বিকাল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

কিছুটা আকস্মিক সফর হলেও ভারতীয় গণমাধ্যম বলছে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে নরেন্দ্র মোদির বার্তা নিয়ে ঢাকায় শ্রিংলা। এর আগে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply