প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ২ ট্রিলিয়ন ডলারের মালিক অ্যাপল

|

প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ২ ট্রিলিয়ন ডলারের মালিক অ্যাপল

প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে বাজারদর ২ লাখ কোটি ডলার স্পর্শ করেছে অ্যাপল। সদ্য সমাপ্ত এপ্রিল-জুন প্রান্তিকে বিশাল আয়ের কারণে এমন সাফল্য প্রতিষ্ঠানটির।

মাত্র দুই বছর আগে এক লাখ কোটি ডলারে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছিল অ্যাপল। এরপর করোনা মহামারিতে চীনে আইফোন উৎপাদন বন্ধ থাকলে, থমকে যায় খুচরা বিক্রি। তবে পণ্যের মানের কারণে ঠিকই বিক্রি বাড়ে অনলাইনে। যা অ্যাপলকে এ পর্যায়ে নিতে বড় ভূমিকা রাখে।

এ বছর কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ ভাগ। এ প্রান্তিকে অ্যাপলের অনলাইন বিক্রি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফলে তিন সপ্তাহ আগে ঘোষণা করা প্রতিষ্ঠানটির শেয়ার কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে বিনিয়োগকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply