৭ দিনের রিমান্ড শেষে সিনহা রাশেদ হত্যা মামলায় চার পুলিশ সদস্য’সহ ৭ আসামিকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজার আদালত।
বেলা ১২টার দিকে আসামিদের আদালতে নেয়া হয়। এর আগে, র্যাব কার্যালয় থেকে হাসপাতালে নেয়া হয় তাদের। সেখানে হয় স্বাস্থ্য পরীক্ষা। আবার রিমান্ড কিংবা জামিনের আবেদন না করায় ৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
এদিকে, সিনহার টিমের সব ইলেক্ট্রনিক ডিভাইস র্যাবের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল র্যাব কর্মকর্তারা জানান, ৩১ জুলাই রাতে সিনহা রাশেদের সাথে ঠিক কি ঘটেছিলো তার পরিষ্কার ধারণা পেয়েছেন তদন্তকারীরা। চাঞ্চল্যকর তথ্য মিলেছে রিমান্ড শেষ হওয়া সাত আসামির কাছ থেকে। তবে ২৯ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত টেকনাফ থানার সিসি ক্যামেরার ফুটেজ র্যাবকে দেয়নি পুলিশ।
Leave a reply