বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে প্রায় তিন হাজার চিংড়ি ঘের

|

অমাবস্যার প্রবল জোয়ারে খুলনার পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে প্রায় তিন হাজার চিংড়ি ঘের।

গ্রামবাসী ও চিংড়ি চাষিরা জানান, গতকাল জোয়ারের পানির তোড়ে বাঁধ ভেঙে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান জানান, ভাঙন কবলিত এলাকাটি খুবই ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগেও একবার ভেঙে কয়েক হাজার চিংড়ি ঘের ও পাঁচটি গ্রাম প্লাবিত হয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বাঁধটি মেরামত না করায় অমাবস্যায় তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয়রা জানায়, ভাঙনের পর থেকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply