ফেসবুকের বিজেপিপন্থী নীতি, প্রতিবাদে জাকারবার্গকে কংগ্রেসের চিঠি

|

ফেসবুকের ভারতীয় লিডারশীপ টিমের বিরুদ্ধে বিজেপিপন্থী হওয়ার অভিযোগ নিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল’র এর প্রতিবেদনকে ঘিরে সরগরম ভারতীয় রাজনীতি। এর মধ্যেই ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কাছে চিঠি লিখেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

চিঠিতে বলা হয়, ‘এটা স্পষ্ট যে ভারতে ফেসবুক একটা রাজনৈতিক দলের (বিজেপি) হয়ে কাজ করছে এবং বিজেপি নেতাদের হিংসাত্মক কাজে সহযোগিতা করছে। ভারতের নির্বাচনী গণতন্ত্রে হস্তক্ষেপ করার মতো গুরুতর অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে”।

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে উঠে আসে যে ব্যবসায়ীক কারণে ফেসবুক বিজেপি নেতাদের দ্বারা ছড়ানো বিভিন্ন বিভ্রন্তিমূলক ও হিংসাত্মক মন্তব্যের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এমনকি ভারতের ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আখি দাস বিজেপি নেতাদের হিংসাত্মক ও উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করতে ফেসবুকের কর্মীদের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছেন। কারণ বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভারতে আর্থিক ক্ষতির সম্মুখিন হতে পারে ফেসবুক।

এরপরই, ভারতে আখি দাসের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা দায়ের করেছেন ছত্তীসগড়ের এক ভারতীয় সাংবাদিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply