ভারতের তেলেঙ্গানায় একটি পানি-বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় ৭ কর্মীসহ কমপক্ষে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিদগ্ধ ও আহত আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত উপ-প্রকৌশলী ভেঙ্কটেশ গৌড়ের পরিবারকে ৫০ লাখ এবং বাকিদের জন্য ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার শ্রীশৈলম কেন্দ্রে রাতে লাগা ওই আগুন নেভে শুক্রবার। যাতে মৃত্যুফাঁদে আটকা পড়েন ১৭ জন কর্মী। আটজন বেরিয়ে আসতে পারলেও বাঁচতে পারেননি বাকিরা। অগ্নিকাণ্ডের কারণ জানতে চলছে তদন্ত।
Leave a reply