হোয়েল শার্কের পিঠে যুবক! (ভিডিও)

|

হোয়েল শার্কের পিঠে উঠে পড়লেন যুবক

অনেক প্রাণীর পিঠেই চড়তে দেখেছেন মানুষকে। তবে তা বলে কখনও কোনও শার্কের পিঠে চড়তে দেখেছেন কাউকে? এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়।

আল মদিনা নিউজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে এমনই একটি ভিডিও পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট ফিশিং বোটের সামনের দিকে পা ঝুলিয়ে বসে রয়েছেন এক যুবক। আর আশপাশে ঘুরে বেড়াচ্ছে কিছু হোয়েল শার্ক।

এই পরিস্থিতির সঙ্গে পরিচিত না হলে যে কেউ পা দু’টি জলের উপর তুলে নেবেন। কিন্তু এই যুবক করলেন উল্টোটা। তিনি বোটের সামনে চলে আসা একটি হোয়েল শার্কের উপর লাফিয়ে পড়েন। উপর থেকে যদি কোনও ঘোড়ার উপরে কেউ লাফ দিয়ে চড়ে বসেন, ঠিক তেমন ভাবেই। আর সেই হোয়েল শার্কটিও যেন বিশেষ ‘রাগ’ করেনি। ওই যুবককে পিঠে নিয়েই ঘুরে বেড়াচ্ছে, এমন কি জলের গভীরেও যাচ্ছে না, দিব্বি একই ভাবে এগিয়ে যাচ্ছে।

তবে এই হোয়েল শার্ক অন্যান্য হাঙরের মতো আক্রমণাত্বক নয়। আর এই যুবক প্রথম নন, যিনি এমন ভাবে হোয়েল শার্কের পিঠে চড়ে বসলেন। অনেকেই এই কাজ করে থাকেন।

এই হোয়েল শার্ক ৮০ থেকে ১৩০ বছর বাঁচে, দৈর্ঘ্যে প্রায় ৬২ ফুটের মতো হয়। এরা খুব মিশুকে প্রাণী বলেই জানা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply