করোনায় আক্রান্ত সঙ্গীতশিল্পী এসআই টুটুল

|

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসআই টুটুল। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুকে পেজে বিষয়টি শিল্পী নিজেই নিশ্চিত করেছেন।

শুক্রবার তিনি লিখেন-

বন্ধুরা,
তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। তিন দিন আগে
আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশন এ আছি। আল্লাহ পাকের এই পরিক্ষায় জানিনা পাশ করবো কিনা? তোমাদের সবার কাছেই আমি অনেক অনেক ঋণী। সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা কোরে দিও।
আমি আমার প্রতিটি নামাজ এ সবার জন্যে ই দোয়া করি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।
হে করুনাময় আমাদের কে তুমি ক্ষমা কোরে দাও, সবাই কে তুমি হেফাজত করো।
আমিন…..


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply