করোনাকালে ওটিটি প্ল্যাটফর্মগুলির কদর বেড়েছে। এই তালিকায় উপরের সারিতেই রয়েছে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্স (Netflix)। মার্চ মাসের পর থেকে প্রতি মাসেই বেড়েছে ওয়েব প্ল্যাটফর্মটির দর্শক সংখ্যা। একের পর এক নতুন সিনেমা-সিরিজ মুক্তি পাচ্ছে অনলাইনে। এরই মধ্যে ফরাসি সিনেমা ‘কিউটিজ’ (Cuties) নিয়ে বিপাকে পড়তে হল নেটফ্লিক্সকে। সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়ে চাইতে হলো ক্ষমা। খবর- সংবাদ প্রতিদিন।
কামিং এজ কমেডি ড্রামা ‘কিউটিজ’। ছবির কাহিনি এগারো বছরের এমিকে নিয়ে। সমাজের বিধি-নিষেধের বেড়াজাল টপকে নাচ শিখতে চায় এমি। তার সংগ্রামের কাহিনি সিনেমায় তুলে ধরেছেন পরিচালক মাইমুনা দুকোরে। এপ্রিলে ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ছবিটি। কিন্তু করোনা সংকটের জেরে তা মুক্তি পায়নি। পরে তা নেটফ্লিক্সে মুক্তি পায়। ছবির পোস্টার নিয়ে আপত্তি তুলেছে নেটদুনিয়ার একাংশ।
Have you seen the way kids are dressed and pose at dance competitions? The only reason this would seem sexual is if you THINK that way! #Pedophilia
Netflix Apologizes For “Inappropriate” ‘Cuties’ Poster That Was Criticized For Sexualizing Children https://t.co/KqS6ohGYxj
— 💕~Deb~💕🇨🇦🇬🇧🤖 (@80sgirlforever) August 21, 2020
অভিযোগকারীদের মতে, পোস্টারে কিশোরী অভিনেত্রীদের অশালীনভাবে তুলে ধরা হয়েছে। তাদের নাচের ভঙ্গিমাও আপত্তিজনক। হাজারেরও বেশি মানুষ এনিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটফ্লিক্সের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
https://twitter.com/Btlsblog/status/1296778654530371584?s=20
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়ে ছবির পোস্টারের জন্য ক্ষমা চেয়েছে নেটফ্লিক্স। অবশ্য ছবিটি এখনও পর্যন্ত বিনা বাধায় দেখা যাচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে। অনলাইনে রয়েছে ট্রেলারও।
Leave a reply