মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমানের আদলে এবার সমমানের বিমান আসতে যাচ্ছে ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য। বিশেষ এই বিমানটির নামও হবে মার্কিন এয়ার ফোর্স ওয়ানের আদলে এয়ার ইন্ডিয়া ওয়ান। খবর জি নিউজ২৪ ঘণ্টা’র।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে আগামী সপ্তাহেই একটি ৭৭৭-৩০০ বিমান পৌছতে পারে ভারতে। অন্যটি চলতি বছরের শেষে আসতে পারে বলেও জানা যায়। দুটি বিমানের পিছনে খরচ হবে ভারতীয় মুদ্রায় আট হাজার কোটি টাকা।
গণমাধ্যমগুলো জানায়, এয়ার ইন্ডিয়া ওয়ানে থাকবে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম। সাথে থাকছে স্যাটেলাইটের কমিউনিকেশন সিস্টেমও। একবার জ্বালানী ভরলে এটি একটানা ১৭ ঘণ্টা উড়তে পারবে বলেও জানা যায়।
বিমানগুলোর ভেতরে এয়ার ফোর্স ওয়ানের আদলে একটি বড় কন্ফারেন্স হল, একাধিক কেবিন, দুটি মেডিক্যাল সেন্টার, অস্ত্রোপচারের ব্যবস্থা থাকবে। থাকবে সব ধরণের যোগাযোগ ব্যবস্থা, রেডার জ্যাম, হিট সেন্সিং মিসাইল ও অন্যান্য মিসাইল এড়িয়ে যাওয়ার প্রয়ুক্তি।
বিশেষ এই বিমান চালনা ও ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণ নিতে ইতিমধ্যেই যুক্তরাষ্টে গেছেন ভারতীয় বিমান বাহিনী ও এয়ার ইন্ডিয়ার পাইলটদের একটি দল।
Leave a reply