উজানের ঢল ও গেলো কয়েকদিনের টানা বৃষ্টিতে গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি সামান্য বেড়েছে। এই পরিস্থিতিতে গাজীপুরে বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হলেও, সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। নতুন করে বন্যার আশঙ্কায় শঙ্কিত সাধারণ মানুষ।
কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, ঢালজোড়া, আটাবহ ও সুত্রাপুর ইউনিয়নের পৌনে দুইশ’ গ্রাম এখনো বন্যা কবলিত রয়েছে। ডুবে আছে গ্রাম অঞ্চলের দেড়শ’ কিলোমিটার পাকা ও কাঁচা রাস্তা। এখানকার ১৫ হাজার পরিবার এখনো পানিবন্দি।
এসব এলাকার ১২শ’ পুকুরের মাছ ভেসে যাওয়া এবং হাজার একর জমির সবজি ও ফসল নষ্ট হওয়ায় দুর্বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত পানি সরে না যাওয়ায় বিপদ বাড়ছে মানুষের। রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় চলাচলে অসুবিধায় পড়েছেন বন্যাদুর্গতরা।
ইউএইস/
Leave a reply