নীলফামারীতে পলিথিন মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

|

নীলফামারীর সৈয়দপুর শহরে র‌্যাব আর পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে অবৈধ পলিথিন মজুদ, বাজারজাতকরণ, পরিবহন আর বিপণনের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ২৬ মেট্রিক টন পলিথিন জব্দ ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ ব্যবসায়ীর প্রত্যেককে ২ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করেন রংপুর র‌্যাব-১৩ ও পরিবেশ অধিদফতর রংপুর।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী পলিথিন মজুদ, বাজারজাতকরণ, পরিবহন আর বিপণনের অভিযোগে ব্যবসায়ী আবুবক্কর সিদ্দিক, শেখ আজহার উল্লাহ ও নাসির উদ্দীনের গুদামে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

শেখ আজহার উল্লাহকে জরিমানার পাশাপাশি ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এর আগেও তাদের গুদামে অভিযান চালিয়ে পলিথিন জব্দ আর জরিমানা করা হয়েছিল।

আজকের পর থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ, বাজারজাত করণ, পরিবহন আর বিপণন না করতে তারা অঙ্গীকার করেন বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply