ইসরায়েলের লোহিত সাগর সংলগ্ন একটি রিসোর্টে ৩০ জন মিলে একজন ১৬ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। খবর ডেইলি মেইল, আল জাজিরা’র।
শুক্রবার বিক্ষোভকারীরা ইসরায়েলের তেলআবিবসহ বিভিন্ন শহরে বিক্ষোভ দেখান। এসময় তারা ‘আমরা আর চুপ থাকবো না’ সম্বলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।
এঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ভুক্তভোগীকে ধর্ষণের পর তার ধর্ষণের ভিডিও ও ছবি পাঠিয়ে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিল।
জানা যায়, ওই কিশোরী তার কয়েকজন বন্ধুর সাথে ওই হোটেলের বারে যান। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়।
তবে ওই হোটেলের মালিক নিয়া মামান বলেন, আমরা আমাদের সকল সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি। সেখানে কোথাও ৩০জনের গ্রুপ দেখা যায়নি। তবে আমরা তদন্তের স্বার্থে সকল সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছি।
ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটি খুবই মর্মান্তিক, এ ঘটনায় বলার মতো কোন ভাষা নেই।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর আরো বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিক্ষোভকারীরা। তাদের দাবি প্রধানমন্ত্রী এ কথা বলে ঘটনাকে হালকা করে তুলতে চাইছে।
Leave a reply