বিশ্ববিদ্যালয়ের পৌষমেলার মাঠে মাদক থেকে শুরু করে চলে যৌনতা। এমন মন্তব্য করলো ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা ২৪x৭’র।
শনিবার প্রকাশ পাওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যারয়ের সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা। তবে শনিবার প্রকাশ পেলেও এই প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৯ আগস্টের তারিখ উল্লেখ করা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিরাগতদের আনাগোনা বন্ধ করতেই পৌষ মেলার মাঠে সীমানা দেয়াল দেয়া প্রয়োজন। বহিরাগতদের আনাগোনার কারণে সেখান মাদক দ্রব্য থেকে শুরু করে ব্যবহৃত কনডমও পাওয়া যায় নিয়মিত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাত আটটার পর মাঠ বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে গভীর রাত পর্যন্ত মাদকের আসর বসে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পৌষমেলার মাঠের দেয়াল নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে স্থানীয়দের সাথে। এরপর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a reply