চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট

|

ফাইল ছবি

সিলেটের তামাবিল মহাসড়কসহ বিভিন্ন স্থানে বাঁশকল বসিয়ে চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে শুরু হয়েছে ৭২ ঘণ্টার ট্রাক ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট । রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।

এদিকে পণ্যপরিবহন ধর্মঘট সফল করতে সকাল থেকে ট্রাক ও পিকআপ ভ্যান শ্রমিকরা নগরের তিনটি প্রবেশমুখে অবস্থান নিয়ে পিকেটিং করছেন। এর ফলে সব ধরনের পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে এ ধর্মঘট ডাকায় সকালে বিভিন্ন কোম্পানির পণ্য নিয়ে বের হওয়া পিকআপ ভ্যানগুলো সড়কে আটকে দেয়া হয়। পরে তারা ফ্যাক্টরি বা গোডাউনে ফিরে যেতে বাধ্য হয়।

শনিবার রাতে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের এক প্রতিবাদ সভায় হঠাৎ এ পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। সড়কে বাঁশকল বসিয়ে চাঁদাবাজির প্রতিবাদে বেশ কয়েকমাস আগেও তারা ১২০ ঘণ্টার ট্রাক ধর্মঘট পালন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply