ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম এবং তার স্ত্রী ও ছেলে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
করোনার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসার পর শনিবার সচিব ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ম সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের রোববার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কয়েক দিন ধরে উপসর্গ থাকায় ধর্ম সচিব ও তার স্ত্রী-ছেলের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়।
শনিবার করোনা পরীক্ষার রিপোর্টে সচিব এবং তার স্ত্রী ও এক ছেলের ফল পজেটিভ আসে। সচিব ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, দুজনই স্থিতিশীল আছেন।
নূরুল ইসলাম-ফিরোজা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ধর্ম সচিবের দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম। নবম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
Leave a reply