নিউজিল্যান্ডের মসজিদে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় চার দিনের রায় পড়া শুরু। যাতে যাবজ্জীবন ৩০ বছরের জেল হতে পারে শ্বেতাঙ্গ অপরাধী ব্রেন্টন ট্যারেন্টের।
সোমবার সকালেই, ক্রাইস্টচার্চ আদালতে হাজির হন মর্মান্তিক ঐ হামলার শিকার, প্রত্যক্ষদর্শী, নিহতদের পরিবারের সদস্যসহ ৬০ জন। তাদের জবানবন্দি এবং যাবতীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে শাস্তি। তবে, স্বপক্ষে বক্তব্য রাখার সুযোগ পাবেন ২৯ বছরের অস্ট্রেলীয় বংশোদ্ভুত আততায়ী।
২০১৯ সালের মার্চে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে এলোপাতাড়ি গুলি চালায় ট্যারেন্ট। ঐ ঘটনায় বাংলাদেশিসহ ৫১ মুসল্লিকে হত্যা, ৪০টি হত্যাচেষ্টাসহ মোট ৯২টি অভিযোগের সবগুলো স্বীকার করেছেন তিনি। ১৯৬১ সাল থেকে নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের বিধান বন্ধ।
Leave a reply