টঙ্গী ও আব্দুল্লাহপুর বাজার এলাকায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী ও রাজধানীর আব্দুল্লাহপুর বাজার এলাকায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানের মাধ্যমে টঙ্গী বাজার আব্দুল্লাহপুর অংশে প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এছাড়াও আবদুল্লাহপুর এলাকায় একজন কাঠের ব্যবসায়ীকে অবৈধভাবে কাঠ রাখার দায়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিল।

তুরাগ নদীর দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি ও বাজার উচ্ছেদের মাধ্যমে বিআইডব্লিটিএ তাদের কর্যক্রম অব্যাহত রেখেছে। উচ্ছেদের পাশাপাশি বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে উচ্ছেদকৃত স্থানে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।

অবৈধভাবে একটি মহল ইজারার নামে এসকল বাজার ও বসতবাড়ি থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের মাধ্যমে তাদেরকে জায়গা করে দিচ্ছে বলে জানা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply