Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত এমপি দবিরুল হেলিকপ্টারে ঢাকায়

করোনায় আক্রান্ত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। জেলার বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠ থেকে সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।

হেলিকপ্টারে এমপির সঙ্গে ছিলেন বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন এবং বড় মেয়ে মুক্তি ইসলাম। ঢাকায় পৌঁছানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, গত ২১ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এমপি আলহাজ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রোববার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে এমপিসহ আরও ১৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।

ইউএইচ/

Exit mobile version