বৃষ্টির বাঁধায় চতুর্থ দিন খেলা হয়েছে মাত্র ৫৬ ওভার। যেখানে ফলোঅনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান করে দিনের খেলা শেষ করেছে।
৩১০ রানে পিছিয়ে থেকে সাউদাম্পটনে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে পাকিস্তান। দুই ওপেনার আবিদ আলী ও শান মাসুদ সাবধানে শুরু করেন। কিন্তু ১৮ ওভারের খেলা শেষ হতেই বাগড়া দেয় বৃষ্টি। প্রথম সেশনে আর খেলা হয়নি।
আবারও খেলা শুরু হলে শুরুতেই ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড শান মাসুদকে ফেরালে ৪৯ রানে প্রথম উইকেট হারায় অতিথিরা। ৪২ করা আরেক ওপেনার আবিদ আলীকে নিজের ৫৯৯তম টেস্ট উইকেটে পরিণত করেন জেমস অ্যান্ডারসন।
পাকিস্তানের স্কোর যখন ২ উইকেটে ১০০, তখন আবারও বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় চতুর্থ দিনের খেলা। ইনিংস হার এড়াতে পাকিস্তানের প্রয়োজন আরও ২১০ রান।
Leave a reply