৫ মাসেরও বেশি সময় গৃহবন্দী থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেলেন- ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ফুটবলার রোনালদিনহো। গত মার্চে জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকায় সেদেশে আটক হন দু’বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
আদালতের নির্দেশে এখন ব্রাজিলে ফিরতেও আর কোন বাঁধা রইলো না রোনালদিনহোর। ৯০ হাজার ডলার জরিমানা দিয়ে মুক্তি মিললো তার। আদালত জানিয়েছে এই টাকা সমাজের কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। এসময় আদালতে কালো টি-শার্ট, হ্যাট ও মাস্ক পরিহিত রোনালদিনহোকে ভাবলেশহীন দেখায়।
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্য তার ভাই ও ম্যানেজার সহ গত ৬ মার্চ প্যারাগুয়েতে জাল পাসপোর্ট বহণ করার দায়ে আটক হন। গৃহবন্দী থাকার আগে ৩২ দিন কারাগারেও কাটিয়েছেন রোনালদিনহো।
Leave a reply