ছাগলে ক্ষেতের ফসল খাওয়া কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

|

বাঘের চামড়াসহ এক চোরা শিকারি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের বিরোধ ও সংঘর্ষে জাকির জোমাদ্ধার (৪৮) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শরণখোলা উপজেলা ধানসাগর গ্রামে জাকির জোমাদ্দার ও তার প্রতিবেশী মন্টুর পরিবারের সাথে ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পরিবারের অন্তত চারজন আহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় জাকির জোমাদ্দারকে বিকেলে হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যায় তিনি মারা যান।

নিহত জাকির জোমাদ্ধার শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের সোমেদ জোমাদ্দারের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুলাহ আল সাঈদ জানান, মঙ্গলবার জাকিরের বড় ভাইয়ের ছাগল প্রতিবেশী মন্টুর ক্ষেতে যায়। এসময় মন্টু বা তার লোকেরা ছাগলটির শরীরে কাঁদা মেখে দেয়। ছাগলের শরীরের কেন কাঁদা মাখানো হল জাকির জোমাদ্দার মন্টুর কাছে জানতে চান। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়।

সংঘর্ষের এক পর্যায়ে জাকিরের মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। পরে জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply