গত তিন বছরে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ৭৫ হাজার ৯৭১ শিশু জন্ম নিয়েছে। যা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় নয় শতাংশ। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সেভ দ্য চিলড্রেন জানায়, ৩১ মে ২০২০ পর্যন্ত কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে তিন বছরের কম বয়সী এ শিশুরা মূলত তাদের মায়েরা বাংলাদেশে পালিয়ে আসার পরই জন্মগ্রহণ করেছে।
সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে আরও জানা যায়, প্রায় ১ লাখ ৮ হাজার ৩৭ রোহিঙ্গা শিশু গত কয়েক বছর ধরে বাংলাদেশ ও মিয়ানমারে বন্দী অবস্থায় জন্মগ্রহণ করেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএচসিআর এর ২০১৯ সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী, ২১টি শিবিরে থাকা শরণার্থীদের মধ্যে ২৫ শতাংশেরই বয়স সাত বছরের কম।
প্রসঙ্গত, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। সর্বশেষ ২০১৭ সালে আগস্ট মাসে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে গণহত্যা শুরু করলে ৭ লাখ ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
Leave a reply